CBSE or ISCE: CBSE না ICSE? দুই বোর্ডের মধ্যে কোনটি সেরা? মূল পার্থক্য কোথায়? জানুন
সময় এখন আগের চেয়ে অনেক বেশি বদলে গিয়েছে। এখন আর সেই দিন নেই যখন সরকারি বা গভর্নমেন্ট স্পনসরড বাংলা মিডিয়াম স্কুলের উপরে চোখ বুজে ভরসা করে পাড়ায় পাড়ায় সন্তানকে সেই সব স্কুলে ভর্তি করিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকতেন অভিভাবকরা। আক্ষেপের বিষয় হলেও এটাই সত্যি যে এক দিকে যেমন কলকাতা শহরে, তেমনই জেলায় জেলায়ও এক কালের খ্যাতনামা সব বাংলা মিডিয়াম স্কুল ধুঁকছে। এখন যদি সন্তানকে স্কুলে ভর্তি করানোর প্রশ্ন ওঠে, যে কোনও অভিভাবক সবার আগে ইংরেজি মিডিয়াম স্কুলের উপরেই ভরসা…