উচ্চমাধ্যমিকে এডুকেশনের প্রশ্ন কেমন হল? নম্বর উঠবে বেশি? জানালেন শিক্ষক
উচ্চমাধ্যমিকের অন্যতম জনপ্রিয় বিষয় হল এডুকেশন। কলা বিভাগের অনেক পড়ুয়াই উচ্চমাধ্যমিকে এডুকেশন নিয়ে পড়াশোনা করেন। আর এবারের উচ্চমাধ্যমিকে এডুকেশন পরীক্ষার প্রশ্নপত্র কেমন এসেছে, তা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে জানালেন যাদবপুর বিদ্যাপীঠের এডুকেশনের শিক্ষক সুচিস্মিতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এবার প্রশ্ন খুব ভালো হয়েছে। বড়-ছোট প্রশ্ন মিলিয়ে সব প্রশ্নই সহজ এসেছে। যা প্রশ্ন করা হয়েছে, তাতে এবারের উচ্চমাধ্যমিকের এডুকেশনে বেশ ভালো নম্বর উঠবে বলেই আশাবাদী যাদবপুর বিদ্যাপীঠের এডুকেশনের শিক্ষক। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে তিনি বলেন, ‘এবার উচ্চমাধ্যমিকে এডুকেশনের প্রশ্ন ভালো হয়েছে। এমসিকিউ এবং…