উচ্চমাধ্যমিকে এডুকেশনের প্রশ্ন কেমন হল? নম্বর উঠবে বেশি? জানালেন শিক্ষক

উচ্চমাধ্যমিকের অন্যতম জনপ্রিয় বিষয় হল এডুকেশন। কলা বিভাগের অনেক পড়ুয়াই উচ্চমাধ্যমিকে এডুকেশন নিয়ে পড়াশোনা করেন। আর এবারের উচ্চমাধ্যমিকে এডুকেশন পরীক্ষার প্রশ্নপত্র কেমন এসেছে, তা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে জানালেন যাদবপুর বিদ্যাপীঠের এডুকেশনের শিক্ষক সুচিস্মিতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এবার প্রশ্ন খুব ভালো হয়েছে। বড়-ছোট প্রশ্ন মিলিয়ে সব প্রশ্নই সহজ এসেছে। যা প্রশ্ন করা হয়েছে, তাতে এবারের উচ্চমাধ্যমিকের এডুকেশনে বেশ ভালো নম্বর উঠবে বলেই আশাবাদী যাদবপুর বিদ্যাপীঠের এডুকেশনের শিক্ষক।

‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে তিনি বলেন, ‘এবার উচ্চমাধ্যমিকে এডুকেশনের প্রশ্ন ভালো হয়েছে। এমসিকিউ এবং এসএকিউ অংশের প্রশ্ন সহজ এসেছে। বড় প্রশ্নও সহজ হয়েছে। একেবারেই কঠিন হয়নি এবারের উচ্চমাধ্যমিকের প্রশ্ন।’

পড়ুয়াদের রিভিউ

এবার এডুকেশন পরীক্ষা দিয়ে হাসি ফুটেছে পড়ুয়াদের মুখেও। দক্ষিণ ২৪ পরগনার এক পরীক্ষার্থী জানিয়েছেন, যেরকম পড়ে এসেছিলেন, সেরকমই মোটামুটি প্রশ্ন এসেছে। বই খুঁটিয়ে পড়লেই ভালোভাবে উত্তর দেওয়া যাবে বলে জানিয়েছেন ওই পরীক্ষার্থী। অপর একজন জানিয়েছেন, যেরকম পরীক্ষা হয়েছে, তাতে বেশ ভালো নম্বর উঠবে বলেই আশা করছেন। ‘লেটার’ পেয়ে যাবেন বলেও আশাপ্রকাশ করেছেন ওই পরীক্ষার্থী।

উচ্চমাধ্যমিকের কী কী পরীক্ষা বাকি আছে?

শুক্রবারের পরীক্ষা মিটে যাওয়ার পরে উচ্চমাধ্যমিকে আর চারদিনের পরীক্ষা বাকি আছে। শনিবার পরীক্ষা হবে। তারপর মঙ্গলবার এবং বুধবার পরীক্ষা আছে। আর শেষ পরীক্ষা আছে বৃহস্পতিবার।

১) ২৪ ফেব্রুয়ারি (শনিবার): কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফরাসি।

২) ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ম্যাথমেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস।

৩) ২৮ ফেব্রুয়ারি (বুধবার): বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স।

৪) ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): স্ট্যাটিস্টিক, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

(Feed Source: hindustantimes.com)