রোগ সারাবে, দুর্গন্ধও তাড়াবে! নারকেলের এই ব্যবহারগুলো জানলে চমকে যাবেন
#কলকাতা: জীবনের ধন কিছুই যায় না ফেলা। প্রবাদটা যেন নারকেলের জন্যই তৈরি হয়েছিল। এর শাঁস আর জল তো খাওয়া হয়ই। উপকারও প্রচুর। নারকেলের মালাও ফেলনা নয় মোটেই। গেরস্থালির অনেক কাজে লাগে। এমনকী নারকেলের ছোবড়াও জ্বালানি থেকে তোষক তৈরিতে ব্যবহার হয়। আর নারকেল পিষে তেল, দুধ তৈরির কথাও বাদ দেওয়া যায় না। তবে আরও একটা জিনিস আছে, যেটা না বললেই নয়। সেটা হল নারকেলের তুষ বা ভুসি। নারকেলের খোসা থেকে আঁশ তৈরির সময় এই তুষ বের হয়। এটাও যে কত…