Covid Omicron Cases: বাংলায় ওমিক্রনের ‘নয়া প্রজাতি’ হানা? একই দেহে মিলল দুই অতি সংক্রমক ভ্যারিয়েন্ট
নিজস্ব প্রতিবেদন: সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগ ক্রমশ বেড়েই চলেছিল। দেশের পাশাপাশি রাজ্যেও করোনা সংক্রমণ (coronavirus) ফের বাড়ছে। এই পরিস্থিতিতে এবার একজন করোনা আক্রান্ত রোগীর দেহে পাওয়া গেল ওমিক্রনের দুই উপপ্রজাতি (BA.1 এবং BA.2)। কল্যাণীর NIBMG এর জিনোম সিকোয়েন্সিং-এ এটি সনাক্ত হয়েছে। সংস্থার ডিরেক্টর যদিও স্বাস্থ্য দফতরকে জানিয়েছেন যে এখনই এই ‘রিকম্বিনেন্ট’ ভ্যারিয়েন্টটি নিয়ে চিন্তার কিছু নেই। এরকম একাধিক রিকম্বিনেন্ট ভ্যারিয়েন্ট নানা রাজ্যে ছড়িয়ে পড়েছে। এর ফলে হাসপাতালে ভর্তি বেড়েছে বা মৃত্যু হয়েছে এমন কোনও ঘটনা ঘটেনি। অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের…