Covid 19: চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা বাড়িয়ে দেশে একদিনে আক্রান্ত ৮৮২২, ২৪ ঘণ্টায় মৃত ১৫
নিজস্ব প্রতিবেদনঃ দেশেকোভিড -১৯-এর চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা আরও বৃদ্ধি পেয়েছে। বুধবার দেশে গত ২৪ ঘন্টায় ৮,৮২২ টি নতুন করোনভাইরাস সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বুধবার ভারতে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৩২,৪৫,৫১৭। সক্রিয় সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩,৬৩৭। #COVID19 | India reports 8822 new cases, 5718 recoveries and 15 deaths in the last 24 hours. Active cases 53,637 Daily positivity rate 2% pic.twitter.com/NiaCD58DY6 — ANI (@ANI) June 15, 2022 ২৪ ঘন্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে…