এই শীতে ফের করোনার প্রকোপ? ইউরোপে বাড়ছে সংক্রমণ, নয়া রূপ ঘিরে উদ্বেগ
নয়াদিল্লি: চলে গিয়েও, নতুন রূপে ফিরে আসা বার বার। নোভেল করোনা ভাইরাসের ক্ষেত্রে একথাই প্রযোজ্য। কারণ চরিত্র বদল করে আবারও নয়া রূপ ধারণ করল সে। করোনাভাইরাসের নয়া নাম XEC. ইউরোপে এই মুহূর্তে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনার এই রূপ। শীঘ্রই করোনার অন্য রূপগুলিকে XEC ছাপিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই নিয়ে উদ্বেগ বাড়ছে নতুন করে। (New Covid XEC Variant) চলতি বছরের জুন মাসে প্রথমবার জার্মানিতে করোনার এই নয়া রূপ XEC-র হদিশ মলে। ক্রমে তা ব্রিটেন, আমেরিকা, ডেনমার্ক…