Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বর্ণপ্রথা চালু হল আফগানিস্তানে, আইনি স্বীকৃতি পেল দাসত্ব, মেয়েদের অবস্থা শোচনীয়
বর্ণপ্রথা চালু হল আফগানিস্তানে, আইনি স্বীকৃতি পেল দাসত্ব, মেয়েদের অবস্থা শোচনীয়

নয়াদিল্লি: জন্মসূত্রে মানুষকে ভাগ করার ‘বর্ণপ্রথা’র অবসান ঘটেছে ভারতে। কিন্তু পড়শি দেশ আফগানিস্তানে এবার কার্যত ‘বর্ণপ্রথা’ চালু হল। আফগান সমাজের মানুষকে চার ভাগে ভাগ করল দেশের তালিবান সরকার। শুধু তাই নয়, ‘দাসত্ব’কে আইনি স্বীকৃতি দিল আফগানিস্তানের তালিবান সরকার। (Afghanistan Class Division) আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবান সরকার নয়া ‘ক্রিমিনাল প্রসিডিওর কোড ফর কোর্টস’ চালু করেছে, তাতে ফৌজধারি কার্যবিধি লিপিবদ্ধ রয়েছে। সেটি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। একযোগে সরব হয়েছেন মানবাধিকার সংস্থাগুলি। কারণ তালিবান সরকার দেশের মানুষকে চারটি অসম শ্রেণিতে ভাগ করেছে।…

Read More