দুই কিংবদন্তির হাতে পুরস্কার তুলে দিলেন সৌরভ, কৃতীবরণের সন্ধ্যায় উজ্জ্বল আকাশও
সন্দীপ সরকার, কলকাতা: এক মঞ্চে খেলার মাঠের তিন মহাতারকা। একজন ক্রিকেটের কিংবদন্তি। একজন টেনিসের। আর একজন হকির। শুক্রবার সন্ধ্যায় হাজির হয়ে গিয়েছিলেন রাজারহাটে। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), লিয়েন্ডার পেজ় (Leander Paes) ও দিলীপ তিরকে (Dilip Tirkey)। প্রথম দুজন কলকাতারই কৃতী। দিলীপের জন্ম, বেড়ে ওঠা ওড়িশায় হলেও কেরিয়ারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কেটেছে এই শহরে। লিয়েন্ডার ও দিলীপ – দুজনকে জীবনকৃতি সম্মান দিল সিএসজেসি। তাঁদের হাতে তুলে দিলেন সৌরভ। যিনি মেয়ের জন্মদিনে একসঙ্গে…


