Bhaiphonta 2025: ভ্রাতৃদ্বিতীয়ায় বোনফোঁটা! দিদিদের মঙ্গলের জন্য যমের দুয়ারে কাঁটা দিলেন ভাই! তাঁদের কপালে দিলেন কল্যাণকর ফোঁটা!
Bhaiphonta 2025: বোনেরা দীর্ঘজীবী হোক, অটুট হোক ভাই বোনের বন্ধন, এই কামনায় দিদিদের কপালে ফোঁটা দিলেন দাসপুর এক ব্লকের বসন্তপুর গ্রামের ইন্দ্রজিৎ মিশ্র। ভাইফোঁটার সকালে ভাইয়ের বীরত্বগাঁথা বোনেদের জন্য যমের মুখে কাঁটা দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: বোনেরা দীর্ঘজীবী হোক, অটুট হোক ভাইবোনের বন্ধন, এই কামনায় দিদিদের কপালে ফোঁটা দিলেন দাসপুর এক ব্লকের বসন্তপুর গ্রামের ইন্দ্রজিৎ মিশ্র। আজ দশ বছর হল ভাইফোঁটার দিন দিদিদের কপালে ফোঁটা দিচ্ছেন ইন্দ্রজিৎ। এ বিষয়ে তিনি বলেন, আজকের দিনে বাবা মায়েরা তাঁদের ছেলে মেয়ের…

