
Bhaiphonta 2025: বোনেরা দীর্ঘজীবী হোক, অটুট হোক ভাই বোনের বন্ধন, এই কামনায় দিদিদের কপালে ফোঁটা দিলেন দাসপুর এক ব্লকের বসন্তপুর গ্রামের ইন্দ্রজিৎ মিশ্র।
ভাইফোঁটার সকালে ভাইয়ের বীরত্বগাঁথা বোনেদের জন্য যমের মুখে কাঁটা
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: বোনেরা দীর্ঘজীবী হোক, অটুট হোক ভাইবোনের বন্ধন, এই কামনায় দিদিদের কপালে ফোঁটা দিলেন দাসপুর এক ব্লকের বসন্তপুর গ্রামের ইন্দ্রজিৎ মিশ্র। আজ দশ বছর হল ভাইফোঁটার দিন দিদিদের কপালে ফোঁটা দিচ্ছেন ইন্দ্রজিৎ। এ বিষয়ে তিনি বলেন, আজকের দিনে বাবা মায়েরা তাঁদের ছেলে মেয়ের মধ্যে কোনও ভেদাভেদ করেন না। তাঁদের কাছে দুই সন্তানই সমান। বেশিরভাগ বাবা মা, ছেলেকেও যেভাবে বড় করেন, মেয়েকেও তেমনই ভাবে পালন করেন।
তাই বোনফোঁটাকেও দেখুন সমাজে বদলে যাওয়া এক নতুন রীতি হিসেবেই। যার মধ্যে নিহিত রয়েছে ভাইবোনের অটুট বন্ধনের বার্তা। পেশায় কম্পিউটার শিক্ষক বছর ত্রিশের ইন্দ্রজিৎ বলেন, ‘‘ বছর পনেরো আগে আমার মনে হল আমার দিদিরা তো আমার মঙ্গল কামনা করে ফোঁটা দেয়, আমিও যদি তাঁদের মঙ্গল কামনায় এই বিশেষ দিনে তাদের দীর্ঘায়ু কামনা করি সেটা তো ভালই। আমি ২০১৫ সালে শুরু করি বোনফোঁটা। দেখলাম আমার মা বাবা এবং দিদিরা এতটাই আনন্দের সঙ্গে বিষয়টা গ্রহণ করেছে, তাতে আমার উৎসাহ বেড়েছে আরও শতগুণে।’’
বর্তমানে ইন্দ্রজিতের বাবা নেই। মা, স্ত্রী নিয়ে সংসার ইন্দ্রজিতের। তাঁর স্ত্রীও চান ইন্দ্রজিৎ যেন বোনফোঁটা কখনও বন্ধ না করেন। ভাইফোঁটার দিন এক শুভ মুহূর্তে ইন্দ্রজিতের তিন দিদি প্রতিমা, অসীমা, নীলিমা প্রথমে ভাইয়ের কপালে ফোঁটা দেন, তারপর দিদিদের ফোঁটা দেন ভাই।
(Feed Source: news18.com)
