Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
অবতরণের পথে সফল প্রথম পাক, চাঁদে নামা কয়েক ঘণ্টার অপেক্ষা
অবতরণের পথে সফল প্রথম পাক, চাঁদে নামা কয়েক ঘণ্টার অপেক্ষা

নয়াদিল্লি : চাঁদে (Moon) নামার পথে আরও এক গুরুত্বপূর্ণ ধাপ এগোল ভারত। চাঁদের পৃষ্ঠে নামার পথে অবতরণের সময় গতি কমানোর পর সফলভাবে প্রথম পাক সম্পূর্ণ করে ফেলল ল্যান্ডার মডিউল (Lander Module)। ইসরোর (ISRO) পক্ষ থেকে জানানো হয়েছে, চন্দ্রযান ৩-এর ল্যান্ডার মডিউলের প্রথম ডি-অর্বিট ম্যানুভার সফলভাবে সম্পন্ন হয়েছে। আপাতত চাঁদের দেশে ভারতের পৌঁছনো আর কয়েক ঘণ্টার অপেক্ষা। ল্যান্ডার মডিউলের (LM) ‘হেলথ’ স্বাভাবিক রয়েছে ও এই মুহূর্তে ১১৩ কিলোমিটার x ১৫৭ কিলোমিটার। ইসরো সূত্রে খবর, আর মাত্র ৫ দিন। আগামী ২৩…

Read More