সোশ্যাল মিডিয়ায় ‘বিতর্কিত’ পোস্ট, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে কর্ণাটকে অভিযোগ দায়ের
কর্ণাটক: সোশ্যাল মিডিয়ায় ‘বিতর্কিত’ পোস্ট (controversial post)। তার জেরেই অভিনেতা প্রকাশ রাজের (Prakash Raj) বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল কর্ণাটকের (Karnataka) বগলকোট জেলায়। অভিযোগ, অভিনেতা ভারতের ‘চন্দ্রযান ৩’ (Chandrayan 3) নিয়ে বিদ্রুপ করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ‘বিতর্কিত’ পোস্টের জের, থানায় অভিযোগ দায়ের প্রকাশ রাজের বিরুদ্ধে মঙ্গলবার পুলিশের তরফে বলা হয়েছে যে, ‘অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ভারতের ‘চন্দ্রযান ৩’ মিশন নিয়ে করা তাঁর পোস্টের ভিত্তিতে’। তাঁরা আরও বলেন, ‘বগলকোট জেলার বানাহাট্টি পুলিশ স্টেশনে…



