Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
সরকারি নথিতে মৃত, নিজেকে জীবিত প্রমাণ করতে ঘটালেন এই ভয়ঙ্কর ঘটনা!
সরকারি নথিতে মৃত, নিজেকে জীবিত প্রমাণ করতে ঘটালেন এই ভয়ঙ্কর ঘটনা!

জয়পুর: ভাবুন, একজন ব্যক্তিকে মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে৷ কিন্তু তিনি দিব্যি বেঁচে আছেন৷ অথচ প্রশাসনের কাছে বারবার দরবার করেছেন তিনি৷ কোনও লাভ হয়নি৷ নিজেকে জীবিত প্রমাণ করতে শেষে কি না বেছে নিলেন অপরাধের পথ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের বালোত্রা নামক প্রদেশে৷ ব্যক্তিটির নাম বাবুরাম ভীল৷ সম্প্রতি, রাজস্থানের বালোত্রার গ্রামবাসী নিজেকে জীবিত প্রমাণ করতে অর্ধ ডজন অপরাধ করেছে। তিনি বালোত্রার মিথোরা গ্রামের বাসিন্দা৷ সেখানে সম্ভবত ভুলবশত নিজের নামেই একটা ডেথ সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন৷ যদিও তিনি নাকি অনেকবার সেটি সংশোধন করারও…

Read More