“কলকাতায় এলে বড্ড মন খারাপ হয়ে যায়” শহরে এসে কেন এমন কথা বললেন দীপ্তি নাভাল?
কলকাতা: তিনি শুধু সুদক্ষ অভিনেত্রী নন, কবিও বটে। যারা দীপ্তি নাভাল কে চেনেন বা তাঁর খোঁজ রাখেন তাঁরা সকলেই হয়তো জানেন অভিনয়ের পাশাপাশি দীপ্তি নাভালের কবিতার বই রয়েছে এবং তিনি সময়ে অসময়ে ছবিও আঁকেন। কলকাতায় আগেও দীপ্তি এসেছেন, তাঁর বই থেকে কবিতার পাঠকও কম নেই। বহু মানুষে পছন্দ করেন তাঁর লেখা। বহু কবিতার বাংলা অনুবাদও হয়েছে। সাহিত্য প্রেমী মানুষ মুগ্ধ হয়েছে তাঁর পাঠ শুনে। বৃহস্পতিবার কলকাতায় হাজির হন দীপ্তি নাভাল। কবি অনন্য চট্টোপাধ্যায়ের কবিতার বই প্রকাশ অনুষ্ঠানেই দেখা মিলল…