দিল্লি ডিক্লারেশনে সিলমোহর, উঠল যুদ্ধের প্রসঙ্গ, জি ২০ ঘিরে বিশ্বের নজর ভারতে
নয়াদিল্লি : দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম (Bharat Mandapam) কনভেনশন সেন্টারে শুরু হয়েছে জি 20 সম্মেলন (G 20 Summit)। প্রথমবার এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক ভারত (India)। তাৎপর্যপূর্ণভাবে নরেন্দ্র মোদির বক্তব্য বেশ কয়েকবার উঠে আসে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রসঙ্গ। এদিকে, জি ২০ সম্মেলনে ভারতের ঝুলিতে এসেছে বড় সাফল্য। দিল্লি ডিক্লারেশনে (Delhi Declaration) সিলমোহর বিশ্ব নেতৃত্বের। বসুধৈব কুটুম্বকম। সমগ্র মানবজাতিকে একটি পরিবার হিসাবে বোঝাতে নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখে বার বার শোনা যায় এই কথা। আর, G 20-র প্রথম পর্যায়ে আলোচনার বিষয়ও…