‘টিফিনে বাচ্চাদের আমিষ খাবার দেবেন না’ – নয়ডার স্কুলের নোটিশে ক্ষুব্ধ অভিভাবকরা
পড়ুয়াদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে, টিফিনে আমিষ খাবার দিতে বারণ করেছে স্কুল। স্কুলে এসে টিফিনে আমিষ খাওয়া বন্ধ হলে, পড়ুয়াদের মধ্যে সমব্যথী মনোভাব বাড়বে বলেও দাবি করা হয়েছে। এই উদ্দেশ্যেই নয়ডার দিল্লি পাবলিক স্কুলের তরফে, অভিভাবকদের উদ্দেশ্যে একটি সার্কুলার জারি করা হয়েছে। আর তা দেখেই ক্ষুব্ধ অভিভাবকরা। তাঁদের প্রশ্ন, দুপুরের খাবার পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়া উচিত। ডিমের মতো প্রোটিন-যুক্ত খাবার না খেলে পড়ুয়ারা পুষ্টি পাবে কীভাবে। নয়ডা সেক্টর-১৩২-এ অবস্থিত দিল্লি পাবলিক স্কুলের জারি করা নোটিশ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।…