কংগ্রেস সাংসদের অফিস-গুদামে আয়কর হানায় ৩০০ কোটির হদিশ ! খোঁচা অমিত শাহের
কলকাতা : ঝাড়খণ্ড ও ওড়িশায় মদের সংস্থায় আয়কর হানায় (Income Tax Raid) মিলল বান্ডিল বান্ডিল নোটের হদিশ। ঝাড়খণ্ডের (Jharkhand) কংগ্রেস সাংসদ ধীরজ সাহু-র (Dhiraj Prasad Sahu) অফিস ও গুদাম থেকে উদ্ধার হয়েছে ৩০০ কোটি টাকা। আয়কর দফতর সূত্রে খবর, এখনও ৬-৭টি ঘর ও ৯টি লকারে তল্লাশি বাকি। বান্ডিল বান্ডিল নোট উদ্ধারের প্রতিবাদে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ দেখায় বিজেপি (BJP)। ফের উদ্ধার বান্ডিল বান্ডিল নোট। মিলল ব্য়াগ ভর্তি টাকা। ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর অফিস ও কারখানায় তল্লাশিতে চক্ষু চড়কগাছ…