আরও ২৫০০ বিশ্ববিদ্যালয় দরকার দেশে! উচ্চশিক্ষা থেকে কতজন বঞ্চিত? অঙ্কটা চমকে দেবে
HYDERABAD : বিশ্ববিদ্যালয় স্তরে পড়ুয়াদের শিক্ষিত করে তুলতে তাদের পড়াশোনার সুযোগ দেওয়াও জরুরি। বর্তমানে ভারতের পড়ুয়াদের সংখ্যা যা তার অন্তত ৫০ শতাংশ যদি উচ্চশিক্ষা চান, তবে আরও ২৫০০ বিশ্ববিদ্যালয় নির্মাণ জরুরি। সম্প্রতি নীতি আয়োগের একটি বৈঠকে এই কথাই বললেন নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম। শুক্রবার ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস (আইএসবি)-এ একটি বক্তৃতা প্রদান করেন তিনি। সেখানে বলেন, গত দশ বছরে প্রতি সপ্তাহে একটি বিশ্ববিদ্যালয় এবং দুটি কলেজ খোলা হয়েছিল। তবে বয়স অনুসারে সেগুলিতে মাত্র ২৯ শতাংশ পড়ুয়া নথিভুক্ত হয়েছে।…