ভারত বনাম জাপান: GDP-র দৌড়ে কে, কোথায়? বিরাট ফারাক মাথাপিছু আয়েই
নয়াদিল্লি: মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ GDP-র নিরিখে ভারত জাপানকে ছাড়িয়ে গিয়েছে, পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এসেছে বলে ঘোষণা করেছে কেন্দ্র। এ ব্যাপারে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (IMF)-এর রিপোর্ট তুলে ধরা হয়েছে। কিন্তু গোটা বিষয়টি নিয়ে ধন্দ ছড়িয়েছে কারণ IMF-এর রিপোর্ট বলছে, ভারত জাপানকে টপকে যায়নি, আগামী একবছরে সেই সম্ভাবনা রয়েছে। কিন্তু GDP-র নিরিখে ভারত যদিও বা জাপানকে ছাপিয়ে যায়, নাগরিকদের মাথাপিছু আয়ের নিরিখে জাপানের সঙ্গে বিস্তর ফারাক ভারতের। (India’s GDP) IMF-এর রিপোর্ট বলছে, ২০২৪-’২৫ অর্থবর্ষে ভারতের GDP ৩.৯…





