Indian Army ATOR N1200 In Kolkata: ইস্টবেঙ্গল ক্লাবের সামনে বিরাট চাকার বিচিত্র গাড়ি! ভিডিয়ো শেয়ার অবাক আশিয়ানজয়ীর…
শুভপম সাহা: ইনস্টাগ্রামে বেশ সক্রিয় ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ফুটবলার দীপঙ্কর রায় (Dipankar Roy)। পেশাদার ফুটবল না খেললেও ৪৩ বছরের নাকতলার মিডফিল্ডার কিন্তু ফুটবলের মধ্যেই রয়েছেন। রীতিমতো খেলাধুলো করেন তিনি। ২০ জানুয়ারি মঙ্গলবার, সকালে দীপঙ্কর লাল-হলুদ তাঁবুতে গিয়েছিলেন অনুশীলন করতে। আর ক্লাবে ঢোকার মুখে বিরাট চাকার এক বিচিত্র গাড়ি দেখে অবাক হয়ে গিয়েছেন সুভাষ ভৌমিকের আশিয়ানজয়ী দলের অন্যতম সারথী। দীপঙ্কর মোহিত হয়ে সেই গাড়ির ভিডিয়ো বন্দি করে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। দীপু জানিয়েছেন যে, তিনি জীবনে না এরকম গাড়ি দেখেছেন না…
