প্রথমবার ওয়েব সিরিজে দিপান্বীতা, রহস্য গল্পে থাকছেন জয়, জয়জিৎ ও
কলকাতা: প্রথমবার ওয়েব সিরিজে পা রাখছেন অভিনেত্রী দিপান্বীতা রক্ষিত। রোড এন্টারটেনমেন্ট ও ফিল্ম্স অ্যান্ড ফ্রেম্সের যৌথ প্রযোজনায় আর রাজদীপ ঘোষের পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ ‘প্রফেসর সেনগুপ্ত’। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন, জয় সেনগুপ্ত, দিপান্বীতা রক্ষিত, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, অনুজা রায়, জিৎসুন্দর চক্রবর্তী। ডক্টর অনির্বাণ সেনগুপ্ত, সাইকোলজি প্রফেসর, পাহাড়ের কোলে এক ছিমছাম বাড়িতে একাই থাকেন। শুধু মাঝে মাঝে ছোট্ট মেয়ে তিন্নি আসে তার অনি আঙ্কেলের বাড়ি। তিন্নিকে ভীষণ ভালোবাসে অনির্বাণ, পুতুল বানিয়ে দেয়, চকোলেট দেয়, ওদের শান্ত নিস্তরঙ্গ জীবনে হঠাৎ একদিন অফিসার…

