বিয়ের সাজে সেজে উঠতে পার্লারে গিয়েছিলেন কনে, তারপরেই ছড়িয়ে পড়ল তাঁর মৃত্যুর খবর; তদন্ত করতে গিয়ে যা বেরিয়ে এল… চমকে গিয়েছেন দুঁদে অফিসাররাও
Wedding Called off in UP : আপাতত মুজফ্ফরনগর পুলিশ জেরা করছে ওই পাত্রীকে এবং গোটা ঘটনাটিও খতিয়ে দেখছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় মুজফ্ফরনগরের নতুন মান্ডি কোতওয়ালি এলাকার নাথ ম্যারেজ লনে এই কাণ্ড ঘটেছে। পাত্রও ওই শহরের বাসিন্দা। পাত্রীর পরিবার সেখানে এসেছিল ঝাঁসি থেকে।UP News : বিয়ের সাজে সেজে উঠতে পার্লারে গিয়েছিলেন কনে, তারপরেই ছড়িয়ে পড়ল তাঁর মৃত্যুর খবর; তদন্ত করতে গিয়ে যা বেরিয়ে এল বিনেশ পাওয়ার, মুজফ্ফরনগর: এক চাঞ্চল্যকর ঘটনা উত্তর প্রদেশের মুজফ্ফরনগরে। আসলে নিজের বিয়ের দিন হার্ট…

