Donald Trump: ট্রাম্পের ‘ইন্ডিয়ান টিম’ হল আরও আগুনে, বিরাট দায়িত্ব পেলেন এই ৩ ভারতীয়…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২.০ ক্যাবিনেটে আরও তিন ভারতীয় বংশোদ্ভূত জুড়ল। এবার প্রেসিডেন্টের ডেপুটি প্রেস সেক্রেটারি হলেন আমেরিকার প্রাক্তন সাংবাদিক। পাশাপাশি সাউথ এবং সেন্ট্রাল এশিয়ার National Security Council (NSC)-র সিনিয়ার ডিরেক্টর পদ এবং রাষ্ট্রপতির পার্সোনাল অফিসে দায়িত্বভার পেলেন তিন ভারতীয়। কাশ্যপ প্রমোদ প্যাটেল, জয় ভট্টাচার্যের পর এবার ট্রাম্পের টিমে যুক্ত হলেন এই তিন ভারতীয় বংশোদ্ভূত। এনারা হলেন কুশ দেশাই, রিকি গিল, সৌরভ শর্মা। রিকি গিল বৈদেশিক কূটনৈতিক সম্পর্ক সামলানোর কাজে পারদর্শী। এবার তিনি ফিরলেন…

