Manu Bhaker | Durga Puja 2024: শ্রীভূমির এবারের চমক মনু ভাকের! তৃতীয়ায় শহরে জোড়া অলিম্পিক্স পদকজয়ী
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) আগুনে পারফর্ম করে সব আলো একাই কেড়ে নিয়েছিলেন শ্যুটার মনু ভাকের (Manu Bhaker)। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত দক্ষতায় ব্রোঞ্জ জেতার পাশাপাশি, তিনি ১০ মিটার এয়ার পিস্তলের মিশ্র দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন সরবজ্যোত সিংয়ের সঙ্গে (Manu Bhaker And Sarabjot Singh)। দেশের কৃতী কন্য়া এবার দুর্গা পুজোয় আসছেন কলকাতায় (Durga Puja 2024)! আগামী শনিবার, ৫ অক্টোবর, দ্বিতীয়ার দিন দুপুরে মনু কলকাতায় আসছেন পাঁচ ঘণ্টার ঝটিকা সফরে। বিমানবন্দর পা দিয়েই…