আগে ক্লাচ না কি ব্রেক? গাড়ি থামাতে প্রথমে কোনটা ব্যবহার করা উচিত?
কলকাতা: আগে ক্লাচ না কি আগে ব্রেক? গাড়ি চালানো শেখার সময় এটা ঠিক করতে গিয়েই ঘেমেনেয়ে একশা অবস্থা হয়। কোনটা আগে ব্যবহার করা উচিত জানার জন্য ক্লাচ কী, সেটা বুঝতে হবে। ব্রেকের ব্যবহার তো সবাই জানে। ক্লাচ চাকা থেকে গিয়ারবক্সকে আলাদা করে দেয়। চাকা ইঞ্জিনের সাপেক্ষে স্বাধীনভাবে চলতে পারে। যদি কেউ ক্লাচ ব্যবহার না করে গাড়ি থামাতে চান, তাহলেও গাড়ি থামবে। কিন্তু এতে ইঞ্জিন, ক্লাচ এবং ট্রান্সমিশনের ক্ষতি হবে। তাহলে ব্রেক কষার সঠিক পদ্ধতি কোনটা? এখানে আলাদা আলাদা চারটি…