৫ তলার ফ্ল্যাটে একগাদা ছাগল! দরজা খুলে অবাক পুলিশ, শহরে কেঁচো খুঁড়তে মিলল কেউটে
সল্টলেক: পাঁচতলা বিল্ডিংয়ের ফ্ল্যাটে ঘর। তার খাট থেকে সোফায় রাজকীয় ভাবে থাকত ছাগল! আর সেই ছাগলের পেছনেই চলত কোটি কোটি টাকার লেনদেন। এমনই চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে এসটিএফের তল্লাশিতে। জানা গিয়েছে, সল্টলেক সেক্টর ৪ এলাকার একটি পাঁচতলা বিল্ডিং-এ থাকতেন ছাগল ব্যবসায়ী মহম্মদ মোমিন খান এবং তাঁর স্ত্রী মেহেতাব বেগম। বছরখানেক আগে এই অ্যাপার্টমেন্টে আসেন দু’জনে। এ দিন হঠাৎই এলাকায় রাজ্যের স্পেশ্যাল টাস্ক ফোর্সের ১৪ অধিকারিক এসে তল্লাশি শুরু করতেই গোটা এলাকা চাঞ্চল্য ছড়ায়। হকচকিয়ে যান আশপাশের বাসিন্দারা। প্রায় ১৪…