Bangladesh: বদলের বাংলাদেশে বাড়ছে শিশুশ্রম, কিশোরদের মাদকাসক্তি!
সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে বাড়ছে শিশুশ্রম! এডুকো শিশু অধিকার ও কল্যাণ সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ, বাংলাদেশের শিশু শ্রমের সঙ্গে যুক্ত ৪.৪ শতাংশ শিশু। যাঁদের মধ্য়ে আবার ৮ শতাংশ শিশু কোনও না কোনও ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত!ফলে শিশুদের স্কুলের না যাওয়ার সম্ভাবনা বেড়েছে ৬ গুণ। ঢাকায় এর অনুষ্ঠানের এই প্রতিবেদনটি তুলে ধরেন ইনস্পিরা অ্যাডভাইজরি অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের পোর্টফোলিও ম্যানেজার মহম্মদ আদনান রহমান। বলা হচ্ছে, বাংলাদেশে যে শিশুরা শ্রমের সঙ্গে যুক্ত, তাদের ৯ শতাংশের বেশি শিশুর বয়স ১২ থেকে ১০। ১৪…