লন্ডনে এক টুকরো বাংলা! ২০ হাজার মানুষের ভিড়ে জমজমাট ‘আড্ডা’র দুর্গাপুজো!
লন্ডন: নয় নয় করে পার হয়ে গেছে পাঁচটা বছর। আরে বহরে বেড়েছে অনেক কিছুই। প্রবাসে থাকা পাঁচ বন্ধুর ফুটবল খেলতে যাওয়ার সঙ্গে সঙ্গে মাথায় ঢোকে বিদেশের মাটিতে পুজো করার ইচ্ছা। যেমন ভাবা তেমন কাজ। তৈরি হয় সংগঠন, নাম ‘আড্ডা’। আর পিছন ফিরে তাকাতে হয়নি। পাঁচ ইয়ারি সংগঠন আজ ইউ কে-র মাটিতে প্রথম গড়ে ওঠা বাংলা বরোয়ারি। শুরু হয় বিদেশের মাটিতে নানা সামাজিক কাজ। পাশাপাশি চালু হয় পুজো। এবার তাদের দুর্গাপুজো পাঁচ বছরে পড়ল। লন্ডনের পশ্চিম শহরতলির স্লাউ অঞ্চলে একমাত্র এই…