আইনশৃঙ্খলা রক্ষার কাজে পুলিশের ফাঁকি রুখতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করবে লালবাজার
পুলিশ কর্মীদের বিরুদ্ধে ডিউটিতে ফাঁকি দেওয়ার অভিযোগ নতুন কিছু নয়। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষার কাজে অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই ঘটনাস্থল ছেড়ে পুলিশ কর্মীরা চলে যান, অথবা ঘটাস্থলে তাদের খুঁজে পাওয়া যায় না। এই ফাঁকিবাজি রুখতে পদক্ষেপ করতে চলেছে লালবাজার। এবার থেকে ঘটনাস্থলে ডিউটিতে যাওয়ার আগে এবং ডিউটি শেষে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি কার্ড ছোঁয়াতে হবে পুলিশ কর্মীদের। এমনটাই পরিকল্পনা করেছে লালবাজার। এর ফলে ফাঁকিবাজি রোখা যাবে বলে মনে করছেন পুলিশ কর্তারা। লালবাজার সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে এ…