আইনশৃঙ্খলা রক্ষার কাজে পুলিশের ফাঁকি রুখতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করবে লালবাজার

আইনশৃঙ্খলা রক্ষার কাজে পুলিশের ফাঁকি রুখতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করবে লালবাজার

 

পুলিশ কর্মীদের বিরুদ্ধে ডিউটিতে ফাঁকি দেওয়ার অভিযোগ নতুন কিছু নয়। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষার কাজে অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই ঘটনাস্থল ছেড়ে পুলিশ কর্মীরা চলে যান, অথবা ঘটাস্থলে তাদের খুঁজে পাওয়া যায় না। এই ফাঁকিবাজি রুখতে পদক্ষেপ করতে চলেছে লালবাজার। এবার থেকে ঘটনাস্থলে ডিউটিতে যাওয়ার আগে এবং ডিউটি শেষে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি কার্ড ছোঁয়াতে হবে পুলিশ কর্মীদের। এমনটাই পরিকল্পনা করেছে লালবাজার। এর ফলে ফাঁকিবাজি রোখা যাবে বলে মনে করছেন পুলিশ কর্তারা।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে এ বিষয়ে নির্দেশ দেওয়া হবে। ইতিমধ্যেই পুলিশ কর্মীদের সঙ্গে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি কার্ড রাখাটা বাধ্যতামূলক করেছে লালবাজার। তবে যে সমস্ত পুলিশ কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ঘটনাস্থলে থাকেন তারা কীভাবে এই কার্ড ছোঁয়াবেন তা নিয়ে এখন ভাবনাচিন্তা করছেন লালবাজারের কর্তারা। লালবাজার সূত্রে জানা গিয়েছে, আপাতত কার্ড সঙ্গে রাখার নির্দেশ পালন করছেন কর্মীরা। তবে আইনশৃঙ্খলার রক্ষার কাজে দায়িত্ব থাকা পুলিশ কর্মীদের জন্য কোথায় এই যন্ত্র বসানো হবে সে বিষয়টি এখনও ঠিক হয়নি। একাংশ মনে করছেন ঘটনাস্থলে এই যন্ত্র বসানো উচিত, আবার একাংশ মনে করছেন ইউনিট বা ডিভিশনে এই যন্ত্র বসানোটা বেশি কার্যকর হবে। যদিও কোথায় এই যন্ত্র বসানো হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হলে পরবর্তী পদক্ষেপ করবেন পুলিশ কর্তারা।

ইতিমধ্যেই লালবাজারে এই ব্যবস্থা চালু হয়েছে। সে ক্ষেত্রে পুলিশ কর্মীরা নিয়ম মেনে চলছেন। উল্লেখ্য, আইনশৃঙ্খলা রক্ষার কাজে দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের ফাঁকিবাজি রুখতে এর আগে নির্দেশিকা জারি করেছে লালবাজার। তাতে বলা হয়, পুলিশ কর্মীরা যেন সরাসরি ঘটনাস্থলে চলে না যায় অথবা সে ক্ষেত্রে আগে ইউনিট বা ডিভিশনে গিয়ে সংশ্লিষ্ট হেডের কাছে রিপোর্ট করতে হবে। এই নির্দেশ অনেকটাই কার্যকর হয়েছে। এবার ফাঁকিবাজি রুখতে আরও কড়া পদক্ষেপ করতে চলেছে লালবাজার। নতুন এই পদ্ধতির ফলে পুলিশের ফাঁকি দেওয়ার প্রবণতা কমানো যাবে। তাছাড়া ডিউটিও ঠিকঠাক হবে বলে মনে করছে পুলিশ। দ্রুত যাতে এই ব্যবস্থা চালু করা যায় সে বিষয়ে চিন্তাভাবনা করছেন লালবাজারের কর্তারা।

(Feed Source: hindustantimes.com)