মহাকাশে প্রাণ? বিরাট সাফল্য! মিলল ঠিক পৃথিবীরই মতো গ্রহ.. কত দূরে, কোথায় জানেন?
আমেরিকা: পৃথিবীর থেকে ১২ আলোকবর্ষ দূরে। ছোট্ট একটা তারা YZ Ceti। তারই পরিবারের সদস্য ঠিক পৃথিবীরই আকৃতির একটি গ্রহ। নাম YZ Ceti b। বিজ্ঞানের পরভাষায় এক্সোপ্লানেট। অর্থাৎ, যা আমাদের সৌরপরিবারের অংশ নয়, এমন এক গ্রহ। সিএনএন রিপোর্ট করেছে, এই গ্রহের নাকি রয়েছে নিজস্ব চৌম্বক ক্ষেত্র। এমনকি একটি বায়ুমণ্ডলও। তাহলে কি এখানেই লুকিয়ে থাকতে পারে প্রাণ? আশায় বুক বাঁধছেন গবেষকেরা। পৃথিবীর উত্তর-দক্ষিণ চৌম্বকক্ষেত্র এবং সূর্য। মূলত, এই দুইয়ের কারণেই প্রাথমিক ভাবে পৃথিবীতে প্রাণ সৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাই, YZ…