মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনে স্মার্ট বোর্ড, কী কাজ তার? জানুন
ক্লাসরুমে বসান হল স্মার্ট বোর্ড, বদলে যাবে পড়ার মান, কী উদ্যোগ নিল রামকৃষ্ণ মিশন, জানুন।ক্লাসরুমে অত্যাধুনিক স্মার্ট বোর্ড পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বর্তমান দিনে স্মার্ট হচ্ছে সবকিছুই। পড়াশোনাতেও এসেছে বদল। বেশ কিছু জায়গায় স্কুল যাওয়ার প্রবণতা হারাচ্ছে পড়ুয়ারা। তবে এবার বিদ্যালয়ের অভিনব ভাবনা অবাক করেছে সকলকে। মূলত পড়াশোনা আরও বেশি বিজ্ঞান নির্ভর এবং ছাত্রছাত্রীদের মনোগ্রাহী করতে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের এক অভিনব উদ্যোগ। মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চারটি শ্রেণীর ছ’টি কক্ষে লাগানো হল স্মার্ট বোর্ড। এবার ব্ল্যাকবোর্ড…





