APPAR Card: আধার নয়, এবার ছাত্রছাত্রীদের করাতে হবে ‘আপার’ কার্ড! চালু হচ্ছে আইডি নম্বর
এবার সারা দেশের ছাত্র-ছাত্রীদের জন্য শুরু হতে চলেছে বিশেষ আইডি নম্বর, সেই আইডিতেই পাওয়া যাবে ছাত্র বা ছাত্রীর সমস্ত তথ্য, এই কার্ড যেমন ছাত্র-ছাত্রীদের সহায়ক হয়ে উঠবে তেমনি কম হবে শিক্ষা ব্যবস্থায় নানা দুর্নীতির মত সমস্যাছাত্র-ছাত্রীদের সমস্ত তথ্য এবার এক কার্ডে হাওড়া: ভারতীয় শিক্ষা ব্যবস্থায় চালু হতে চলেছে নতুন একটি কার্ড! যে কার্ড শিশুর শৈশব জীবন থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য একটি আইডি কার্ডের মাধ্যমে সংরক্ষণ থাকবে। দেশের প্রতিটি ছাত্র-ছাত্রীর জন্য ওই কার্ডের আলাদা নাম্বার থাকবে। ‘অপার আইডি’ কার্ড…