IIMC-র মুকুটে নয়া পালক, বিশ্ববিদ্যালয়ের মর্যাদায় উন্নীত
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন অর্থাৎ আইআইএমসির মুকুটে যুক্ত হল আরেক পালক। এবার থেকে ৫৮ বছর বয়সী এই প্রতিষ্ঠান ডিমড ইউনিভার্সিটির তকমায় উন্নীত। এই বিবেচিত বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা এখন থেকে স্নাতকোত্তর সহ একাধিক ডিগ্রি প্রাতিষ্ঠানিকগতভাবে অর্জন করতে পারবে। বুধবার ঘোষণা শিক্ষা মন্ত্রক তরফে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরামর্শে গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে, আইআইএমসি নয়াদিল্লি সহ জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, মিজোরাম, কেরল এবং ওড়িশা, এই পাঁচ রাজ্যের ক্যাম্পাসগুলিতেও এই ঘোষণা কার্যকর করা হবে। ফলে আইআইএমসি এখন থেকে পিএইচডি ও ডিগ্রি সহ বিভিন্ন রিসার্চ…