ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন অর্থাৎ আইআইএমসির মুকুটে যুক্ত হল আরেক পালক। এবার থেকে ৫৮ বছর বয়সী এই প্রতিষ্ঠান ডিমড ইউনিভার্সিটির তকমায় উন্নীত। এই বিবেচিত বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা এখন থেকে স্নাতকোত্তর সহ একাধিক ডিগ্রি প্রাতিষ্ঠানিকগতভাবে অর্জন করতে পারবে। বুধবার ঘোষণা শিক্ষা মন্ত্রক তরফে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরামর্শে গ্রহণ করা হয়েছে।
জানা গিয়েছে, আইআইএমসি নয়াদিল্লি সহ জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, মিজোরাম, কেরল এবং ওড়িশা, এই পাঁচ রাজ্যের ক্যাম্পাসগুলিতেও এই ঘোষণা কার্যকর করা হবে। ফলে আইআইএমসি এখন থেকে পিএইচডি ও ডিগ্রি সহ বিভিন্ন রিসার্চ ওয়ার্কে নিজের পরাক্রম দেখাতে পারবে।
ইনস্টিটিউটটি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল, ১৭ অগস্ট, ১৯৬৫ এবং এটি দেশের অন্যতম প্রধান প্রতিষ্ঠান, যা সাংবাদিকতায় মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান করে এবং মিডিয়া ও গণযোগাযোগের ক্ষেত্রে অর্থপূর্ণ গবেষণা করে। ইনস্টিটিউট বর্তমানে ইংরেজি, হিন্দি, রেডিও এবং টিভি, উর্দু, ওড়িয়া, মারাঠি, মালায়ালাম এবং বিজ্ঞাপন ও জনসংযোগে সাংবাদিকতা কোর্সে স্নাতকোত্তর ডিপ্লোমা অফার করে।
বলাবাহুল্য, দিন কয়েক আগেই এখানে ডিপ্লোমার ফর্ম ফিলাপ শেষ হয়েছে। সাংবাদিকতা, রেডিও এবং টেলিভিশন সাংবাদিকতা, বিজ্ঞাপন এবং জনসংযোগ এবং ডিজিটাল মিডিয়া— উল্লিখিত বিষয়গুলিতে পিজি ডিপ্লোমা কোর্স করানো হবে। ইংরেজি এবং হিন্দি ভাষায় সমস্ত কোর্সের ক্লাস করানো হবে। তবে সাংবাদিকতা বিষয়টির ক্ষেত্রে উর্দু, মালয়ালম, মারাঠি এবং ওড়িয়া ভাষায়ও প্রবেশিকা পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। ভর্তি হওয়ার ক্ষেত্রে স্নাতকদের আবেদন গ্রহণ করা হবে। তবে যাঁরা স্নাতক হওয়ার চূড়ান্ত পর্বে পরীক্ষায় বসবেন, তাঁরাও আবেদন করতে পারবেন।
শুধু মনে রাখতে হবে, আবেদনকারীদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য স্নাতকোত্তর পর্বে ভর্তির প্রবেশিকা দিতে হবে। তাই ‘পিজি কুয়েট সমর্থ’ শীর্ষক পোর্টালে গিয়ে তাঁদের পরীক্ষায় বসার আবেদন জানাতে হবে। সেখানেই উল্লিখিত বিষয়ের কোড বেছে নিয়ে পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করতে হবে।
প্রসঙ্গত, ২০২৩-এর ২৬ ডিসেম্বর থেকে আবেদনের পোর্টাল চালু করা হয়েছিল। চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ। আবেদন সংক্রান্ত ত্রুটি সংশোধন করতে চাইলে পরীক্ষার্থীরা ২৭ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত অনলাইনে সেই আবেদন জানানোর সুযোগ করা হয়েছিল। মার্চের প্রথম সপ্তাহ থেকেই সংশ্লিষ্ট বিভাগে প্রবেশিকা পরীক্ষার পরীক্ষাকেন্দ্র ও অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে। এই মর্মে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনের ওয়েবসাইটটিতে নজর রাখার অনুরোধ করা হয়েছে।
(Feed Source: hindustantimes.com)