অস্ট্রেলিয়ান ওপেনের একধাপ দূরে সুমিত, জিতলেই মূলপর্বে উঠবেন ভারতীয়
টেনিসের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি বহুদিন ধরে। তাবড় তাবড় প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে তিনি জিতেছেন বহু ম্যাচ। তবে এবার তিনি একেবারে কাছাকাছি এসে গিয়েছেন আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনের। আর একটা ম্যাচ সেটা জিতলেই তিনি অংশগ্রহণ করতে পারবেন টুর্নামেন্টের মূল পর্বে। বৃহস্পতিবার ভারতের তরুণ টেনিস তারকা সুমিত নাগাল ঝড়ের গতিতে পরাজিত করেন স্থানীয় প্রতিদ্বন্দ্বী এডওয়ার্ড উইন্টারকে। যদিও বলে রাখা ভালো, এই তরুণ তারকা দুর্দান্তভাবে শুরু করেছে টুর্নামেন্টের যোগ্যতা অর্জন পর্ব। বুধবার তিনি পরাজিত করেছেন ফ্রান্সের জোফ্রে ব্ল্যাঙ্কনকসকে। বর্তমানে টেনিস তারকাদের তালিকায় ২৬ বছর…