জাল ছড়িয়ে চেক রিপাবলিক-পর্তুগালে, কলকাতায় গ্রেফতার মূল পান্ডা! কে এই অনুরাগ?
#বিধান নগর: ইমেইল ব্লাস্ট মাধ্যমে বিদেশি নাগরিকদের প্রতারণা চক্রের মূল পান্ডা গ্রেফতার। কলকাতার আমহার্ট স্ট্রিট এলাকার বাসিন্দা মূল অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ৪ জুন রাজারহাট এলাকার মণি ক্যাসাডনা বিল্ডিংয়ে একটি ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ১০জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এই অভিযুক্তরা ভুয়ো কলসেন্টার চালু করে ইমেইল ব্লাস্টের মাধ্যমে চেক রিপাবলিক, পর্তুগাল, জার্মানির নাগরিকদের টেক সাপোর্টের প্রতিশ্রুতি দিত এবং তাদের থেকে লক্ষাধিক টাকা ডিজিটাল মুদ্রা বা বিট কয়েনের মাধ্যমে…