মর্মান্তিক! লিভারপুলের ভিকট্রি প্যারেডে পরপর ধাক্কা গাড়ির! শিশুসহ আহত ২৫র বেশি
আনন্দই পরিণত হল আতঙ্কে। লিভারপুল সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে। য়ুরগেন ক্লপের পর লিভারপুলের হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে উঠেছেন আর্নে স্লট। সেই মত সবাই লিভারপুলের জয়োৎসবে মাততে বেরিয়েছিল ভিকট্রি প্যারেডে। কিন্তু সেটাই যেন কাল হল। নিজেদের ২০তম লিগ খেতাব জিতে সমর্থকরা আনন্দ করতে বেরিয়ে ছিলেন। তবে অনেকেই আর বাড়ি ফিরতে পারলেন না। ভয়ঙ্কর দুর্ঘনটার মুখে পড়ে তাঁদের যেতে হল হাসপাতালে। লিভারপুল সমর্থকদের ভিকট্রি প্যারেডের মধ্যে দিয়েই গাড়ি চালিয়ে দিলেন এক চালক। তাতেই ভয়ংকর অবস্থা হল লিভারপুল সমর্থকদের। প্রায় ২৭ জন…


