নির্বাসন কাটিয়ে প্রত্যাবর্তনের লক্ষ্যে পল পোগবা! মোনাকোর সঙ্গে কথা শুরু
মাদককাণ্ডে নির্বাসন কাটিয়ে ফের ফুটবলের মূল মঞ্চে ফিরতে মরিয়া ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পল পোগবা। জুভেন্তাস ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন জানিয়েছেন, যে তিনি ইতিমধ্যেই ক্লাব ফুটবলে ফেরার জন্য কথা বলা শুরু করে দিয়েছেন। পোগবার ঘনিষ্টমহল সূত্রে জানা গেছে, ফরাসি এই প্লেমেকার ফ্রান্সেরই ক্লাব মোনাকোর সঙ্গে কথাবার্তা বলছেন। শেষ তিনটি বছর যেন বিভীষিকার মতো কেটেছে পোগবার, তাই সেই ২০২২-র পর থেকে কাটানো সময়কে দ্রুতই ভুলতে চান এই তারকা ফুটবলার। ২০২২ সালে ইউনাইটেডে থাকার সময়ই পরপর চোটে চোটে জর্জরিত হয়ে যান এই…






