Florentin Pogba, Durand Cup: সবুজ-মেরুন সমর্থকদের কী বার্তা দিলেন ‘বার্থ-ডে বয়’ পল পোগবার দাদা?
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চব্বিশ ঘণ্টা পরে মরসুমের প্রথম ম্যাচ খেলতে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তার আগে শুক্রবারই ছিল তাঁর জন্মদিন। আর সেই বিশেষ দিনেই সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমে কেক কাটার আগে এটিকে মোহনবাগানের অধিনায়কত্ব পেলেন পল পোগবার (Paul Pogba) ভাই ফ্লোরেন্টিন পোগবা (Florentin Pogba)। শুক্রবার জন্মদিনের সকালেই অনুশীলনে জানতে পারলেন কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferando) দলের যে চার জন ফুটবলারকে অধিনায়ক বেছেছেন সেই দলে রয়েছেন তিনি। দলের বাকি অধিনায়কেরা হলেন জনি কাউকো (Joni Kauko), প্রীতম কোটাল…