মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন গ্যালেগো এবং স্লাভকো, চ্যালেঞ্জ নিতে তৈরি
#কলকাতা: তাদের দুজনের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন মোহনবাগানের সমর্থকরা। আইএসএল ফিরতি লেগ শুরু হওয়ার আগে এটিকে মোহনবাগান দল গুছিয়ে নেবে সেটা জানাই ছিল। দুদিন আগেই শহরে এসে গিয়েছিলেন তারা। এক সপ্তাহের ছুটি কাটিয়ে অনুশীলন শুরু এটিকে মোহনবাগানের। সবুজ-মেরুনের অনুশীলনে যোগ দুই নবাগত বিদেশির। দলের সঙ্গে অনুশীলন করলেন উরুগুয়ের অ্যাটাকিং মিডিও ফেডরিকো গ্যালেগো। মন্টেনেগ্রোর ডিফেন্ডার স্লাভকো দামজানোভিচও প্রথম দিন দলের সঙ্গে অনুশীলন করলেন। ১৪ তারিখ এটিকে মোহনবাগানের পরবর্তী ম্যাচ। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। লিগ টেবিলে প্রথম দুইয়ে থাকাই…