#কলকাতা: মোহনবাগানের স্প্যানিশ ম্যানেজার হুয়ান ফেরান্ডো বার্সিলোনার মানুষ। ফলে ফুটবলে শুধু জয় তার কাছে শেষ কথা নয়। সুন্দর ফুটবল খেলে জয় আসল ব্যাপার। সেই লক্ষ্যে ভবিষ্যতের দল গঠন করছে সবুজ মেরুন। দিনকয়েক আগেই ব্রেন্ডন হ্যামিলকে সই করিয়েছিল এটিকে মোহনবাগান। তার পরেই জল্পনা শোনা যাচ্ছিল সন্দেশ ঝিঙ্গানের খেলা জুয়ান ফেরান্দোর খেলার স্টাইলের সঙ্গে খাপ না খাওয়ায় সবুজ-মেরুন আরেকটি বিদেশি ভাল ডিফেন্ডারকে নিতে পারে।
সেই মতোই পল পোগবার দাদা ফ্লোরেন্টিন পোগবাকে সই করিয়েছে মোহনবাগান। ফেরান্দো বর্তমান যুগের ফুটবলের মতো নিজের দলের রক্ষণ থেকে আক্রমণ শুরু করায় বিশ্বাসী। সেই কাজটা ঝিঙ্গান ঠিকমতো করতে সক্ষম নন। তবে ঝিঙ্গানের দক্ষতা যেখানে সীমিত, ঠিক সেই জায়গায়ই পোগবা দক্ষ। রক্ষণভাগ থেকে সুন্দর পাসে আক্রমণ তৈরি করতে সক্ষম বল-প্লেয়িং সেন্টার ব্য়াক ফ্লোরেটিন পোগবা।
Head coach Juan Ferrando believes Florentin Pogba is a strong addition to the camp 💪🤩#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon pic.twitter.com/nHT2YzHtNY
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) June 25, 2022
সেই অর্থে ফেরান্দোর খেলার স্টাইলের সঙ্গে একেবারেই খাপ খায় ৩১ বছর বয়সি গিনিয়ান ডিফেন্ডারের খেলার ধরণ। ফেরান্দো নিজেও সেটা মেনে নিচ্ছেন। পোগবাকে সই করাতে পারায় উচ্ছ্বসিত সবুজ-মেরুন কোচ বলেন, ফ্লোরেটিন এমন একজন ফুটবলার যিনি খুবই ফোকাসড। ও নিজের সুরক্ষিত বলয় থেকে বেরিয়ে এসে চ্যালেঞ্জ নিতে এবং নিজের সেরাটা দিতে তৈরি।
ও রক্ষণ থেকেই আক্রমণ গড়তে সক্ষম এবং দলের ফরোয়ার্ডদের বেশ ভয়ঙ্কর পাস বাড়ানোর দক্ষতাও তো রয়েছে। ও সই করায় নিঃসন্দেহে দলের শ্ক্তি বৃদ্ধি হয়েছে। পোগবা নিজেও নতুন চ্যালেঞ্জ নিতে বেশ আগ্রহ দেখিয়েছে। তবে তাঁর আগমনে এটিকে মোহনবাগানে সন্দেশ ঝিঙ্গানের ভবিষ্যত নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল।
সন্দেশ লড়াকু ফুটবলার এবং ডিফেন্সর অন্যতম নির্ভরতার নাম। তার লড়াই নিয়ে প্রশ্ন নেই। কিন্তু তিনিও বিদেশে যেতে ইচ্ছুক। এর আগে ক্রোয়েশিয়ায় গিয়ে কিছুই করতে পারেননি। চোট পেয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছিলেন। কিন্তু তারপর থেকে সবুজ মেরুন জার্সি এবং ভারতের জার্সিতে নিজেকে ফিরে পেয়েছিলেন সন্দেশ।
মাঝে শোনা যাচ্ছিল আয়ারল্যান্ডের ম্যাক হীকে ছেড়ে দিয়ে জোড়া বিদেশি স্ট্রাইকার নেবে সবুজ মেরুন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী ম্যাক হিউ থাকছেন মোহনবাগানে। এই মাসের মধ্যেই একজন বিদেশি স্ট্রাইকারের নাম ঘোষণা করে দেবে এটিকে মোহনবাগান।