ডুরান্ড ডার্বির দিন বদল নিয়ে দুই প্রধানের তরজা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনার জেরে গত দু’বছর কলকাতায় হয়নি বড় ম্যাচ। আইএসএল-এ (ISL) তাই গোয়ার মাঠ থেকে টিভিতে লাল-হলুদ বনাম সবুজ-মেরুন দ্বৈরথ দেখেই দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন দুই প্রধানের সমর্থকেরা। এ বার ডুরান্ড কাপের (Durand Cup 2022) ডার্বি দিয়ে ময়দানে দুই বড় দলের ফুটবল প্রত্যাবর্তনের কথা ছিল। ১৬ অগাস্ট দিনও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সেই ডার্বি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছিল ইস্টবেঙ্গল। যা মেনে নিয়ে ডুরান্ড কাপের সেই ডার্বি আগষ্ট মাসের শেষে দিয়েছেন আয়োজকরা। আর সেটা নিয়েই…

