Paul Pogba: 'আমি ভেঙে পড়েছি', বিরাট ভুল বিশ্বকাপ জয়ীর, চার বছর নিষিদ্ধ!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিরোনামে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী জুভেন্টাস তারকা পল পোগবা (Paul Pogba)। ৬ ফুট ৩ ইঞ্চির মাঝমাঠের মহাতারকার পা থেকে কেড়ে নেওয়া হল ফুটবল। নিষিদ্ধ ডোপ করার অভিযোগে বিরাট শাস্তি পেলেন বছর তিরিশের ফুটবলার। ইটালির জাতীয় ডোপ-বিরোধী সংস্থা নাডো ইটালিয়া গত সেপ্টেম্বর পোগবাকে সাময়িক নির্বাসিত করেছিল। গত ২০ অগস্ট সেরি আ-তে উদিনেজের বিরুদ্ধে মাঠে নেমেছিল জুভেন্টাস। যদিও পোগবা ছিলেন বেঞ্চে। এই ম্য়াচের পরেই এমবাপে-গ্রিজম্য়ান-জিরুদের জাতীয় দলের সতীর্থর বি নমুনা পরীক্ষা হয়। গত অক্টোবরে সেই রিপোর্ট পজিটিভ…