সমস্ত প্রস্তুতিই ছিল সারা, সেজেগুজে অপেক্ষা করছিলেন কনে, কিন্তু সন্ধ্যা গড়াতেও পাত্তা নেই বরের! ফোন করতেই যা শুনলেন… অচৈতন্য হয়ে পড়লেন বিধ্বস্ত কনে
UP Latest News : মেহেন্দি, গয়না, জমকালো পোশাকে সেজে উঠেছিলেন কনে। দুচোখে স্বপ্ন নিয়ে ছাদনাতলায় যাওয়ার জন্য অপেক্ষা করে ছিলেন তিনি। কিন্তু আচমকা বাঁধল বিপত্তি। আসলে সন্ধ্যা গড়িয়ে গেলেও এসে পৌঁছয়নি বরযাত্রী।Etah News : অচৈতন্য হয়ে পড়লেন বিধ্বস্ত কনে রবিকান্ত শর্মা, ইটাহ: মেহেন্দি, গয়না, জমকালো পোশাকে সেজে উঠেছিলেন কনে। দুচোখে স্বপ্ন নিয়ে ছাদনাতলায় যাওয়ার জন্য অপেক্ষা করে ছিলেন তিনি। কিন্তু আচমকা বাঁধল বিপত্তি। আসলে সন্ধ্যা গড়িয়ে গেলেও এসে পৌঁছয়নি বরযাত্রী। ফোন করতেই বরযাত্রী নিয়ে বিয়ে করতে না আসার কথা…

