ঘাতক ইঞ্জেকশন দিতে গিয়ে মিলল না ‘শিরা’-ই, আমেরিকায় স্থগিত মৃত্যুদণ্ড
নয়াদিল্লি: ‘সিরিয়াল কিলিং’-র অপরাধে মৃত্যুদণ্ড পেয়েছিল ৭৩ বছরের টমাস ক্রিচ (Execution In US Halted)। কিন্তু সাজা কার্যকর করা গেল না। জেল প্রশাসন সূত্রে খবর, ঘাতক ইঞ্জেকশন দিতে গিয়ে টমাসের ‘ভেন’ খুঁজে পাননি আমেরিকার ইদাহো প্রদেশের জেল পরিষেবার সঙ্গে যুক্ত ডাক্তাররা। আট বার চেষ্টার পর হাল ছেড়ে দেন তাঁরা। যা জানা গেল… ‘এগজিকিউশন চেম্বারে’ প্রায় ঘণ্টাখানেক হাত-পা শক্ত করে বেঁধে বসিয়ে রাখা হয়েছিল টমাসকে। সাধারণ ভাবে, ইদাহো প্রদেশে কারও মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে, যা যা করা হয়ে থাকে, সবই পালন…