Eye Twitching: ঘন ঘন লাফাচ্ছে ডান চোখ? জানেন কীসের ইঙ্গিত?
চিকিৎসাবিজ্ঞান বলছে, সাধারণত কঠিন মানসিক চাপের মধ্য দিয়ে গেলে বা কম ঘুম হলে শরীরে বিভিন্ন উপায়ে তার প্রতিক্রিয়া দেখা যায়। চোখের পাতা লাফানো তারই লক্ষণ। আবার, চোখে কোনও অ্যালার্জি, ধূমপান-মদ্যপানে আসক্তির ফলেও এটা হতে পারে। ডাক্তারি পরিভাষায় একে ‘মায়োকেমিয়া’ (Myokemia) বলা হয়।