পুরুষদের কয়েকটি বিপজ্জনক উপসর্গের বিষয়ে কথা বলছেন বিশেষজ্ঞ!
ব্যস্ত জীবন আর কাজকর্মের চাপে পড়ে অনেক সময় পুরুষরাও নিজেদের স্বাস্থ্যকে অবহেলা করেন। এমনকী রোগের উপসর্গ প্রকাশ পেলেও তাঁরা বিষয়টিকে পাত্তা দেন না। অথচ উপসর্গগুলি কিন্তু একেবারেই অবহেলা করা উচিত নয়। এমনই কিছু উপসর্গের বিষয়ে জানালেন বেঙ্গালুরুর রিচমন্ড রোডের ফর্টিস হাসপাতালের মেডিকেল অঙ্কোলজি এবং হেমাটো-অঙ্কোলজির সিনিয়র ডিরেক্টর ডা. নীতি কৃষ্ণা রায়জাদা। বেঙ্গালুরুর রিচমন্ড রোডের ফর্টিস হাসপাতালের মেডিকেল অঙ্কোলজি এবং হেমাটো-অঙ্কোলজির সিনিয়র ডিরেক্টর ডা. নীতি কৃষ্ণা রায়জাদা বুকে অস্বস্তি বা ব্যথা: এই উপসর্গ কখনওই অবহেলা করা উচিত নয়। কারণ বুকে অস্বস্তি…