UGC Banned Fake University: দেশজুড়ে ২১ ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নামপ্রকাশ UGC-র, তালিকায় বাংলার কোন দুই ইউনিভার্সিটি জানেন?
দেশজুড়ে ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয় খুঁজে পেল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা ইউজিসি। দেশের ২১টি নকল বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করেছে UGC। তালিকায় রয়েছে বাংলার বিশ্ববিদ্যালয়। তাও একটি নয় দুটি। এমনই এক লিস্ট প্রকাশ্যে এনেছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে এই তালিকায়? তার মধ্যে আছে দিল্লির আটটি বিশ্ববিদ্যালয়। অন্ধ্রপ্রদেশের ২টি, উত্তর প্রদেশের ৪টে, কেরালার ২টি, পশ্চিমবঙ্গের ২টি, মহারাষ্ট্রের ১টি, কর্ণাটকের একটি, পদুচ্চেরীর একটি বিশ্ববিদ্যালয়। দেখে নিন তালিকা। ১. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস, দিল্লি। ২. কমার্শিয়াল…



